তৈরি পোশাকের উৎসে কর কমাতে বাণিজ্যমন্ত্রীর অনুরোধ

তৈরি পোশাকের রপ্তানিতে উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে ‘সহনীয় হারে’ নির্ধারণের অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 07:42 AM
Updated : 28 June 2015, 09:20 AM

রোববার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তোফায়েল বলেন, “পোশাক শিল্পের এক পার্সেন্ট ট্যাক্স সহনীয় পর্যায়ে কমিয়ে আনার অনুরোধ করছি।”

এছাড়া মুরগীর খামার স্থাপনে কর অবকাশ সুবিধা দেওয়ারও অনুরোধ জানান তিনি।

দেশীয় শিল্পের বিকাশে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “মন্ডের ওপর ডিউটি কমিয়ে, কাগজের ওপর ডিউটি বাড়িয়েছিলাম। সেজন্য এখন আমাদের কাগজ শিল্প স্বয়ংসম্পূর্ণ।”

গত ৪ জুন সংসদে উপস্থাপিত আগামী অর্থবছরের বাজেটে তৈরি পোশাকের রপ্তানি মূল্যের উপর আরোপিত উৎসে কর দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।