প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৫% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 06:41 AM
Updated : 28 June 2015, 06:41 AM

শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

এই লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেওয়া হবে। অর্থাৎ, রেকর্ডের দিন পর্যন্ত শেয়ারহোল্ডারের কাছে থাকা প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ দেড় টাকা দেওয়া হবে। আর ১০টি শেয়ার থাকলে একটি শেয়ার বোনাস দেওয়া হবে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, ৩১ অগাস্ট সকাল ১০টায় ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই রেকর্ডের দিন রাখা হয়েছে ।

২০০৭ সালে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।