ঢাকা-আবুধাবি রুটে রোটানা জেটের ফ্লাইট

ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট শুরু করার মধ্য দিযে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে আবুধাবিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা রোটানা জেট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2015, 02:32 PM
Updated : 25 June 2015, 02:32 PM

বৃহস্পতিবার সকালে ১০৮ জন যাত্রী নিয়ে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান সংস্থাটির একটি এয়ারবাস এ-৩১৯।

প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল ৬.৩৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে এবং ফিরতি ফ্লাইট একই দিন সকাল ৭.৩৫ মিনিটে ঢাকা ছাড়বে বলে রোটানা জেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও আগামী ২ জুলাই থেকে প্রতি সোম, বৃহস্পতি ও রোববার চট্টগ্রামেও ফ্লাইট শুরুর কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি যাত্রীরা ভায়া আবুধাবি দোহা, দুবাই, বাহরাইন, মাস্কাট, কুয়েত ও বৈরুতসহ জিসিসি ও লিভান্টের বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাবেন।

বাংলাদেশ থেকে ভ্রমণকারী প্রতি যাত্রী ২০ কেজি করে লাগেজ সুবিধা পাবেন বলেও জানায় সংস্থাটি।

রোটানা জেটের ফ্লাইট উদ্বোধনের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বাংলাদেশে রোটানা জেটের জেনারেল সেলস্ এজেন্ট (জিএসএ) স্পিডি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী শেখ বসির আহমেদ মামুন এবং রোটানা জেটের হেড অব সেল্স গিথা রবীন্দ্রনাথ।