বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এডিবির ঋণ পাচ্ছে সামিট বিবিয়ানা-২

বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানি লিমিটেডকে প্রায় ছয়শ কোটি টাকা ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 03:34 PM
Updated : 2 June 2015, 03:34 PM

৩৪১ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মঙ্গলবার এই চুক্তি হয়েছে বলে এডিবি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে ব্যবসা ও শিল্পের অগ্রগতিতে এই প্রকল্প ভূমিকা রাখবে বলে মনে করেন এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের জ্যেষ্ঠ বিনিয়োগ বিশেষজ্ঞ হায়াতো হোশি। 

তিনি বলেন, এটি জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে অন্যদেরও উৎসাহ জোগাবে।

এই প্রকল্পের আওতায় কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে ৩৪১ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সামিট।

কম্বাইন্ড সাইকেল গ্যাস নির্ভর এই বিদ্যুৎকেন্দ্র ২০১৫ সালের অক্টোবরে উৎপাদনে আসবে।

সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানি যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যার ৮০ শতাংশ সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল প্রাইভেট লিমিটেডের এবং বাকি অংশ জেনারেল ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের।  

ইতোমধ্যে বিদ্যুৎ বিক্রির জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ২২ বছরের একটি চুক্তি করেছে, যার আওতায় সরকারি এ প্রতিষ্ঠানটি উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে।