ঢাকা-গাজীপুরের ৩ অংশে রেলপথ নির্মাণে চুক্তি

ঢাকা-গাজীপুরের মধ্যে তিনটি অংশে নতুন রেললাইন নির্মাণের জন্য ভারতের পরামর্শক প্রতিষ্ঠান আরবি অ্যাসোসিয়েটস লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 01:54 PM
Updated : 2 June 2015, 01:54 PM

ভারতের অর্থায়নে ঢাকা-টঙ্গী সেকশনে দুটি এবং টঙ্গী-জয়দেবপুরে নতুন এই তিন রেললাইন নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. রফিকুল আলম ও আরবি অ্যাসোসিয়েটসের পরিচালক এম মার্থিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, “প্রকল্পের মাধ্যমে ঢাকা-টঙ্গীর মধ্যে বিদ্যমান রেল ট্র্যাকের সমান্তরাল ৪৮ দশমিক ৮০ কিলোমিটার নতুন ডুয়েল গেজ রেল ট্র্যাক নির্মাণ করা হবে। অন্যদিকে সিগন্যাল লিংকসহ টঙ্গী-জয়দেবপুর সেকশনে বিদ্যমান রেলপথের সমান্তরাল ১২ দশমিক ২৮ কিলোমিটার ডুয়েলগেজ নতুন রেল ট্র্যাক নির্মাণ হবে।

“প্রকল্প দুটি বাস্তবায়নের ফলে ঢাকা শহরের সঙ্গে পাশ্ববর্তী এলাকার রেল যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে নিরাপদ, উন্নত ও দ্রুত রেল যোগাযোগ স্থাপিত হবে।”

রেলপথ বিভাগের কর্মকর্তারা জানান, প্রকল্প দুটির জন্য ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠানটির সাথে চুক্তিমূল্য ধরা হয়েছে ৩০ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকা।

মোট এক হাজার ১০৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্প দুটির কাজ ৪২ মাসে শেষ করার কথা রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন ও মহাপরিচালক মো. আমজাদ হোসেন।