ঢাকায় কোহলার কিচেনের শোরুম

ঢাকায় বিপণন কেন্দ্র চালুর মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন কোম্পানি কোহলার কিচেন অ্যান্ড বাথ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 03:09 PM
Updated : 30 May 2015, 03:09 PM

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ‘এক্সিকিউটিভ লাইফস্টাইলস লিমিটেড’ নামে নতুন বিপণন কেন্দ্রটি চালু হয় বলে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোহলারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক সলিল সদানন্দন নতুন বিপণন কেন্দ্রটি উদ্বোধন করেন।

বিভিন্ন মূল্যমানের বাথ, ফসেট, টয়লেট, শাওয়ার হেড ও প্যানেল, এন্টিলিয়া ওয়েইডিং পুল, প্যালেন গ্লাস ভেসেল, মারাকেশ, কেরিং ইন্ট্রিগ্রেটেড টয়লেট, রিভার বাথ হোয়ার্লপুল, লরেট আয়রন ওয়ার্কস ল্যাভ ও ফসেট ইন অয়েল রাবড ব্রোঞ্জ এর বাথ টাবসহ বেশকিছু পণ্য রয়েছে শো-রুমে।

বর্তমানে ৬টি মহাদেশের ৫০টিরও বেশি উৎপাদন কেন্দ্রে কোহলার কিচেনের পণ্য উৎপাদিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।