বাংলাদেশ কারমুডিতে পর্তুগিজ কান্ট্রি ম্যানেজার

বাংলাদেশে অনলাইনে গাড়ি কেনাবেচার বাজার কারমুডি পর্তুগালের জোয়াও পেডরো প্রিন্সিপেকে কান্ট্রি ম্যানেজার নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 01:28 PM
Updated : 28 May 2015, 01:28 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারমুডি জানিয়েছে, এই দায়িত্ব পাওয়ার আগে পেডরো কারমুডির মাদার কোম্পানি রকেট ইন্টারনেটে গ্লোবাল ভেঞ্চার ডেভেলপার পদে বাংলাদেশে নিয়োজিত ছিলেন।

এছাড়া পর্তুগালে একজন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে এবং বি-পার্টস, যারকটা এবং আরও অনেক স্টার্ট-আপ কোম্পানির সঙ্গেও কাজ করেছেন।

জোয়াও পেডরো বলেন, “আমি অত্যন্ত অনুপ্রাণিত ও উচ্ছ্বসিত কারমুডির সাথে আমার এই নতুন প্রতিশ্রুতি নিয়ে।”

সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, ২০১৩ সালে কারমুডি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ, ক্যামেরুন, কঙ্গো, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামে এর কার্যক্রম আছে।