বাজারে আসছে ‘বিএম এলপি গ্যাস’

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে বাজারে নতুন এলপি গ্যাস আনছে বিএম এনার্জি বিডি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 03:09 PM
Updated : 27 May 2015, 03:09 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোম্পানির মহাব্যবস্থাপক ফিরোজ আহমেদ বলেন, বাজারের চাহিদা বিবেচনা করে ১২, ৩৩ ও ৪৫ কেজির সিলিন্ডার প্রস্তুত করেছেন তারা। জুনের প্রথম সপ্তাহের মধ্যেই তা বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সংবাদ সম্মেলনে জানান হয়, ইতোমধ্যেই দেশের ৬৪ জেলায় ডিস্টিবিউটর ও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গ্রাহকরা যাতে সহজেই গ্যাস সেবা পেতে পারেন, সেজন্য ইউনিয়ন পর্যায়েও বিপণন প্রতিনিধি নিচ্ছে কোম্পানিটি।

আগামী ৩০ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারাদেশের ডিস্টিবিউটরদের নিয়ে ‘গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে।

দেশীয় উদ্যোক্তাদের ৫১ শতাংশ এবং নেদারল্যান্ডসের উদ্যোক্তাদের ৪৯ শতাংশ বিনিয়োগ নিয়ে ২০১০ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডতে গ্যাসপ্লান্ট নির্মাণের কাজ শুরু করে বিএম এনার্জি বিডি।

সংবাদ সম্মেলনে বিএম এনার্জি বিডি লিমিটেডের চেয়ারম্যান বার্ট প্রঙ্ক, ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও এনড্রি হেন্ড্রিকস উপস্থিত ছিলেন।

বার্ট প্রঙ্ক বলেন, ২০০৭ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবসা করার সুযোগে এদেশে এলপি গ্যাসের বাজার নিয়ে আশান্বিত হন তিনি।