আইটি ক্যারিয়ার নিয়ে ইউল্যাবে সেমিনার

আইটি ক্যারিয়ার নিয়ে সেমিনার করছে বেসিস স্টুডেন্টস ফোরাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 04:11 PM
Updated : 26 May 2015, 04:11 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠেয় এই সেমিনারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও কর্মপন্থা বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হবে।

সেই সঙ্গে বর্তমান চাকরির বাজার, প্রতিবন্ধকতা ও উত্তরণের প্রক্রিয়া, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা হবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) এই সেমিনার অনুষ্ঠিত হবে।

‘আইটি ক্যারিয়ার সিনারিও-লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট’ শীর্ষক সেমিনারে তথ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আলোচনা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্যানেলের আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেসিস এর প্রাক্তন সভাপতি ও সিএসএলসফট এর সহ-প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাউলি, বেসিস এর যুগ্ম মহাসচিব ও অ্যাডভান্সড ইআরপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু প্রমুখ।