কৃষি বিষয়ে পরামর্শে এসএমএস সেবা চালু করছে গ্রামীন ইন্টেল

জমিতে সার ব্যবহারের বিষয়ে এসএমএসের কৃষকদের পরামর্শ দেবে সফটঅয়্যার কোম্পানি গ্রামীন ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেড ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 02:07 PM
Updated : 26 May 2015, 02:07 PM

১২ টাকার বিনিময়ে ‘কৃষি’ নামে এই সেবার অধীনে তিনটি এসএমএসের মাধ্যমে তথ্য জানাবে কোম্পানিটি।

তবে প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে দেশের চারটি জেলার কৃষকরা বিনামূল্যে এই সেবা নিতে পারবে।

মঙ্গলবার দুপুরে গ্রামীন ইন্টেলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন সেবার উদ্বোধন ঘোষণা করা হয়।

কোম্পানির চিফ অপারেটিং অফিসার সাজেদুল পাভেল হক বলেন, “আমরা প্রাথমিকভাবে সেবাটি চারটি জেলায় দিচ্ছি। কোন খরছ ছাড়াই এই চার জেলার কৃষক এটা ব্যবহার করতে পারবেন। আমরা পরে একটি মাত্র নাম্বারে সারা দেশের জন্য সেবাটি দেব।”

এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, চলমান কৃষি তথ্য সেবাগুলো নিয়ে তাদের গবেষণায় দেখা গেছে, কৃষক সঠিক সেবা পাচ্ছে না।

“আমরা একটি নির্দিষ্ট সেবা নিয়ে এসেছি। এতে কৃষক লাভবান হবে। গবেষণা করে দেখেছি, কৃষক প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করে। আমাদের সেবাটি ব্যবহার করলে সার খরচ কমবে।”

গ্রামীন ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের সিইও কাজি আই হক বলেন, এটি একটি সামাজিক ব্যাবসা। এর অংশীদাররা এখান থেকে কোনো লাভ নেবেন না। শুধু আসল টাকা ফেরত নেবেন।

“বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, নেপাল, কম্বোডিয়া ও মেসিডোনিয়াতেও আমরা এই সেবা দিচ্ছি। আমাদের উদ্দেশ্যে এ দেশে সফটঅয়্যার বানিয়ে তা বাইরে রপ্তানি করা।”

ইন্টেল ক্যাপিটাল ও গ্রামীণ ট্রাস্ট্রের যৌথ মালিক মালিকানায় এই কোম্পানির পরিচালনা পর্ষদে নোবেল বিজয়ী মোহম্মদ ইউনূস, ইন্টেল কোম্পানির সাবেক চেয়ারম্যান এবং সিইও ক্রেইগ ব্যারেটসহ সাত জন রয়েছেন।