সার্ভারে জটিলতা: ডিএসইতে লেনদেন বন্ধ

সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুই করা যায়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 06:00 AM
Updated : 24 May 2015, 06:00 AM

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা থাকলেও ডিএসইর উপ মহা ব্যবস্থাপক শফিকুর রহমান পৌনে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনিক্যাল প্রবলেমের কারণে লেনদেন শুরু করতে দেরি হচ্ছে।”

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সময়মতোই লেনদেন শুরু হয়েছে বলে জানান তিনি।

পুঁজিবাজারে লেনদেন চলে বেলা আড়াইটা পর্যন্ত।  তবে বেলা ১১টা ৫৫ পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে লেনদেনের কোনো তথ্য পাওয়া যায়নি।

শফিকুর রহমান বলেন, “প্রতিদিন সকালে ব্রোকাররা ম্যাচিউরড শেয়ার ও টাকার লেনদেনের তথ্য মূল সার্ভারে পাঠান। আজ সকালে সার্ভার ওই তথ্য সমন্বয় করতে পারছে না। এ কারণে লেনদেন বন্ধ রাখা হয়েছে।”