মাহিন্দ্রা কমভিভার ‘কানেক্ট ফোরাম’ শুরু সোমবার

রাজধানীতে দুই দিনব্যাপী মবিলিটি কানেক্ট ফোরাম আয়োজন করছে মোবিলিটি সল্যুশনস প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 11:19 AM
Updated : 22 May 2015, 11:19 AM

মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের জীবন যাত্রায় পরিবতর্ন আনাই এই আয়োজনের লক্ষ্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২৫ থেকে ২৬ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

আয়োজকরা জানিয়েছেন, মোবিলিটি সল্যুশনের মাধ্যমে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল ফোনের গ্রাহক এবং ব্যাংকের সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কার্যকরী ও উদ্ভাবনী পরিষেবা প্রদান সম্পর্কে অবহিতকরণ এবং ইতোমধ্যে দেওয়া সেবা তুলে ধরা হবে এই কানেক্ট ফোরামে।

মাহিন্দ্রা কমভিভার কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন মোবিলিটি কানেক্ট ফোরাম সম্পর্কে বলেন, “মাহিন্দ্রা কমভিভার স্ট্র্যাটেজির মৌলিক দিক হল উদ্ভাবন। আমরা সব সময় গ্রাহকদের সামগ্রিক আভিজ্ঞতা উন্নত করতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে সার্ভিস সরবরাহকারীদের জন্য প্রথমবারের মতো মোবিলিটি কানেক্ট ফোরাম করতে পারায় আমরা অনেক আনন্দিত।”