৩.৫জি নিয়ে ঢাবিতে সেমিনারসহ নানা আয়োজন থাকছে শনিবার

থ্রিজি প্রযুক্তির ব্যবহার ও এর নানা দিক নিয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 03:33 PM
Updated : 21 May 2015, 03:33 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক যৌথ সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘রবি-ডিইউআইটিএস ক্যাম্পাস ৩.৫জি ডে- পাওয়ার্ড বাই এরিকসন’ শিরোনামের এই আয়োজন শনিবার অনুষ্ঠিত হবে।

থ্রিজি প্রযুক্তি নিয়ে সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি ইনিস্টিটিউটের পরিচালক ও ডিইউআইটিএসের উপদেষ্টা মুহাইমিন আস সাকিব, রবির রিজিওনাল ম্যানেজার বিপ্লব ব্যানার্জি, এরিকসন বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মেহনাজ কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মুহাইমিন আস সাকিব বলেন, শিক্ষার্থীদের সর্বাধুনিক তথ্য-প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে জানাতে কাজ করছে ডিইউআইটিএস। এরই ধারাবাহিকতায় থ্রিজির ব্যবহার নিয়ে দিনব্যাপী এই আয়োজন।

ডিইউআইটিএসের সাধারণ সম্পাদক মাফরুহ উর রহমান ফারুকি বলেন, “থ্রিজি নেটওয়ার্ক মানেই শুধু স্বচ্ছন্দে ইউটিউব আর ফেইসবুক ব্যবহারের সুবিধা নয়। থ্রিজি প্রযুক্তিকে কাজে লাগিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আরও যেসব গুরুত্বপূর্ণ সুযোগ নেওয়া যায় সে বিষয়ে ধারণা দেওয়া হবে।”