এয়ারটেলের ৩ জিবি ‘ডে-নাইট প্যাক’

টেলিকম অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে তিন গিগাবাইট ‘ডে নাইট থ্রিজি ইন্টারনেট’ প্যাক নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 11:54 AM
Updated : 21 May 2015, 11:54 AM

বৃহস্পতিবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ দিন মেয়াদের এই প্যাকেজে ২৯৯ টাকায় গ্রহক পাবেন তিন গিগাবাইট ডেটা ব্যবহারের সুযোগ। 

এর মধ্যে এক গিগাবাইট ডেটা দিনে এবং দুই গিগাবাইট রাতে ইন্টারনেট ব্রাউজ করার কাজে ব্যবহার করা যাবে। টুজি নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে এই প্যাকেজ।

এয়ারটেল বলছে, যারা দিনে ‘সাধারণ ওয়েব ব্রাউজিং’ এবং রাতে ‘প্রচুর ডাউনলোড’ করেন, তাদের জন্যই এ প্যাকেজ।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও পিডি শর্মা বলেন, “টেলিকম ইন্ডাস্ট্রিতে আমাদের সাফল্য তখনই যুক্তিযুক্ত হবে যখন আমরা আমাদের গ্রাহকদের জন্য দারুণ স্মার্ট ইন্টারনেট নিয়ে আসতে পারব।”

“বরাবরের মতোই আমাদের এই তিন জিবি প্যাক তৈরি করা হয়েছে ব্যবহারকারীদের ব্যবহারের ধরনের সঙ্গে মিল রেখে। আমাদের সকল গ্রাহক এতে উপকৃত হবেন।”