উর্ধ্বগতিতেই সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

সূচকে উর্ধ্বগতি নিয়েই সপ্তাহ শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 11:47 AM
Updated : 21 May 2015, 12:03 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্ট হয়।

দিন শেষে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩১ কোটি ২৫ লাখ টাকা কমে ৭৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে এদিন মোট ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১৪টির। ২২টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, এমজেএল বিডি, আরএকে সিরামিকস, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ফার কেমিক্যাল, বারাকা পাওয়ার, ইউনিক হোটেল ও এসিআই ফরমুলেশন।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি টাকা কম।

লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।