বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প

পোল্ট্রি ও গরুর খামারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও ডেনিশ দূতাবাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 02:25 PM
Updated : 17 May 2015, 05:50 PM

রোববার বিকেলে রাজধানীর লেকসোর হোটেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রকল্পটি পরিচালনা করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এর মাধ্যমে এক দিকে যেমন আর্থিক ভাবে লাভবান হওয়া যায়, অন্যদিকে দীর্ঘ মেয়াদি কর্মসংস্থান ও ভবিষ্যতের জন্য বিদ্যুৎ সরবরাহ নিরাপদ রাখা যায়।”

“গত কয়েক বছর আগে থেকেই বাংলাদেশ ব্যাংক পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে নীতিগত ভূমিকা পালন করছে।”

বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশে এখন ৪৭টি পরিবেশবান্ধব পণ্য উৎপন্ন হচ্ছে।

গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংক দুইশ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে, যা এ ধরনের পরিবেশবান্ধব শিল্পগুলোকে সহায়তা প্রদান করছে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ‘ওয়্যাস্ট টু এনার্জি’ নামে এ প্রকল্পের আওতায় খামারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রদান করা হবে। এর থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা সেই খামারে ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুজল এসকায়ার, আইএফসি এর জ্যেষ্ঠ এনার্জি বিশেষজ্ঞ চন্দ্রশেখর গোবিন্দারাজালু, বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফুর হাসান প্রমুখ।