সহায়তা বাড়াতে চীনকে আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে আরও সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 04:10 PM
Updated : 6 May 2015, 04:10 PM

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত চাই সি দেখা করতে গেলে তার মাধ্যমে দেশটির সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।

ঢাকা সফরত চীনের দূত সৌজন্য সাক্ষাতে সন্ধ্যায় গণভবনে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন চাই সি। আঞ্চলিক উন্নয়নে চীনের উদ্যোগে বাংলাদেশের সহায়তারও প্রশংসা করেছেন তিনি।

বাংলাদেশের নাগরিকদের বুদ্ধিদীপ্ত ও কর্মঠ উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিতের ওপরও জোর দিয়েছেন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন বলে প্রেস সচিব জানান।

বাংলা ভাষায় পারদর্শী চাই সি বাংলা শিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বিভিন্ন সময়ে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ্যাটাশে, দ্বিতীয় সচিব, প্রথম সচিব, কাউন্সেলর এবং সবশেষে ২০০৩ সালে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন। দায়িত্ব শেষে তিনি ২০০৫ সালে ঢাকা ছেড়েছিলেন।

বৈঠকে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম) বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শামীম চৌধুরী।

তিনি বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং আগামী ২৪ থেকে ২৬ মে বাংলাদেশ সফর করবেন।

কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উপলক্ষে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবে বলেও শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবে বলেও জানান শামীম চৌধুরী।