‘ব্যাংকঋণের সুদের হার কমছে’

ব্যাংকঋণের সুদের হার কমছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 03:37 PM
Updated : 5 May 2015, 05:00 PM

ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের নিচে নেমে এসেছে বলেও তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারিতে ঋণের সুদহার ধীরে ধীরে কমে আসায় আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান বা স্প্রেড ৫ শতাংশের নিচে নেমে এসেছে।

“মার্চ শেষে স্প্রেড দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ পয়েন্ট, যা ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ০৪ শতাংশ পয়েন্ট।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আমানতের সুদহার কমে আসলেও ঋণের সুদহার সে হারে কমছিল না। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নজরদারি জোরদার করায় এখন ঋণের সুদহারও উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

“ফেব্রুয়ারি শেষে ঋণের গড় সুদহার ছিল ১২ দশমিক ২৩ শতাংশ। মার্চ শেষে তা কমে ১১ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে।”

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং স্প্রেড ৪ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক নজরদারি অব্যাহত রেখেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিচার বিবেচনাপূর্বক প্রকৃত ঋণগ্রহীতা নির্বাচন করে ঋণ সম্প্রসারণের মতো পর্যাপ্ত তারল্যও ব্যাংকগুলোর হাতে রয়েছে।

“আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানোকে বাংলাদেশ ব্যাংক উৎসাহিত করছে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখার পাশাপাশি দেশের আর্থিক স্থিতিশীলতা আনয়নেও ভূমিকা রাখছে।”

ব্যবসায়ী-শিল্পদ্যোক্তারা ব্যাংক ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ (১০ শতাংশের নীচে) নামিয়ে আনতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।