ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট বৃহস্পতিবার

তথ্য-প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 02:21 PM
Updated : 5 May 2015, 02:21 PM

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে টেলিনর গ্রুপ, অ্যাকসেঞ্চার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সম্মেলন আয়োজনে সহায়তায় থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে  টেলিনর গ্রুপ বাংলাদেশ এর চিফ রিপ্রেজেন্টেটিভ অফিসার হান্স হেনরিকসন, অ্যাকসেঞ্চার কমিউনিকেশনস ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক রায়হান শামসী এবং বেসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ যৌথভাবে এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস, হুয়াওয়েই, ক্যারিয়ার নেটওয়ার্কের প্রেসিডেন্ট যৌ ঝিলেই এবং অ্যাকসেঞ্চার ও গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেবেন বলে রায়হান শামসী  জানান।

সম্মেলনে আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশে আইসিটি খাতের বিকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে রাসেল টি আহমেদ জানান।