রেমিটেন্স সেবা দিতে ব্র্যাক ব্যাংকের নতুন চুক্তি

বিদেশ থেকে পাঠানো অর্থ দেশের নাগরিকদের হাতে তুলে দিতে সম্প্রতি ইউএই একচেঞ্জ মালয়েশিয়া নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2015, 07:30 PM
Updated : 30 April 2015, 07:30 PM

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি ইউএই একচেঞ্জ মালয়েশিয়া এর সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় প্রবাসীরা বিদেশ থেকে অর্থ সরাসরি তাদের বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে ব্র্যাক ব্যাংকের ১৬৬টি ব্রাঞ্চ বা ৫০টি এসএমই ইউনিট অফিস এবং এক লাখের বেশি বিকাশ এজেন্টের মাধ্যমে পাঠাতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস ও রেমিটেন্স পে-রোল এর প্রধান মামুর আহমেদ এবং ইউএই একচেঞ্জের আঞ্চলিক প্রধান সানতোজ নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।