নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দিল এয়ারটেল

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে বাংলাদেশ থেকে দুদিন বিনামুল্যে কল করার সুযোগ দিচ্ছে এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:39 PM
Updated : 27 April 2015, 02:39 PM

সোমবার রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টার জন্য এই সুযোগ কার্যকর থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা বলেন, “নেপালে জনগণের উপর স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানায় আমার গভীরভাবে শোকাহত।

“এই সংকটের সময় সাহায্যের একটি ছোট্ট পদক্ষেপ হিসেবে আমরা সকল এয়ারটেল গ্রাহকদের জন্য বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে দেশের গ্রাহকরা নেপালে তাদের আত্মীয় এবং নিকটজনদের সাথে যোগাযোগ করতে পারেন।”

শনিবার বেলা ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ওই ভূমিকম্পে কেবল নেপালেই প্রায় ৩৮০০ মানুষের মৃত্যু হয়েছে; আহত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, স্থাপনা ও ঐতিহ্যবাহী নিদর্শন।

বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও ৩৪ জনের একটি দল খাবার ও ওষুধসহ জরুরি সরঞ্জামাদি নিয়ে নেপালে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।