সূচক বাড়ল পাঁচ দিন পর

টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়ছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 11:07 AM
Updated : 27 April 2015, 11:07 AM

সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৭০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩২৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ১১ লাখ টাকা কম।

ডিএসইতে এদিন মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৪টির। ৩৭টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, এমজেএল বিডি, এসিআই লিমিটেড, কেপিসিএল, শাহাজীবাজার পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন ও ব্র্যাক ব্যাংক।

সিএসইতে এদিন ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে হয়েছে ১২ হাজার ৬৭১ পয়েন্ট।

লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।

এর আগে দুই বাজারেই টানা পাঁচ কার্যদিকস সূচক ও দরপতন ঘটে।