কাঠমাণ্ডুতে চালু হচ্ছে রিজেন্টের নতুন ফ্লাইট

নেপালের কাঠমাণ্ডুতে নতুন করে রুট চালুসহ আর্ন্তজাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 02:26 PM
Updated : 26 April 2015, 02:26 PM

আগামী ১৫ জুলাই থেকে ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন করে ফ্লাইট চালু করবে রিজেন্ট।

আগামী ১০ মে থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট চালানো হবে। 

রোববার রিজেন্টের এক বিবৃতিতে বলা হয়, আগে ঘোষণা দেওয়া ১০০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন এসব রুট চালু এবং ফ্লাইট বাড়ানো হচ্ছে।

এতে আরও বলা হয়, ১৫ মে থেকে ব্যাংকক রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট যাওয়া-আসা করবে।

বিবৃতিতে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব বলেন, ঢাকা- চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কটে ফ্লাইট চালুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জুলাইয়ের শেষ দিকে ঢাকা-মাস্কাট এবং চট্টগ্রাম-মাস্কাট রুটে প্রতিদিন ফ্লাইট চালুর কথা বলা হয় বিবৃতিতে।

এছাড়া সৌদি আরবের জেদ্দা ও রিয়াদসহ অন্যান্য শহরে ফ্লাইট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান মাসরুফ হাবিব।