ব্যাংকডাকাতি: নিহত ব্যবস্থাপকের পরিবার পাবে ৫ লাখ টাকা

বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া শাখায় ডাকাতদের হামলায় নিহত শাখা ব্যবস্থাপকের পরিবারকে পাঁচ লাখ টাকা দেবে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 01:53 PM
Updated : 24 April 2015, 01:53 PM

পাশাপাশি তার স্ত্রী মেরি খাতুনকে ব্যাংকে চাকরি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকের এক জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ব্যাংকের ব্যবস্থাপক মো. ওয়ালীউল্লাহ, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতদের গুলি ও বোমায় আরও তিনজন নিহত হন। জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে তাদের একজন গণপিটুনিতে নিহত হন। আটক হন সাইফুল নামে আরেকজন।

ওই ঘটনায় নিহত অন্য ছয় জনের পরিবারকেও এক লাখ টাকা করে দেবে ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সকল আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে ব্যাংক।

এর বাইরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এপ্রিল মাসের এক দিনের মূল বেতন নিহত শাখা ব্যবস্থাপকের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ইতোমধ্যে ২১ এপ্রিলের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।