দুই বাজারেই সূচক কমেছে

টানা দ্বিতীয় দিনের মতো দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 11:20 AM
Updated : 21 April 2015, 11:20 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৪৪ লাখ টাকা কম।

লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯৭টির। ৩০টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, এসিআই লিমিটেড, কেপিসিএল, এমজেএল বিডি, ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার ও স্কয়ার ফার্মা।

সিএসইতে এদিন ৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ২২৫ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারে সূচক ও লেনদেন বাড়লেও সোমবার দরপতন ঘটে। সূচকের সঙ্গে দুই বাজারেই লেনদেন পড়ে যায়।