দুই বাজারেই দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিন সূচকের সঙ্গে লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 02:15 PM
Updated : 20 April 2015, 02:15 PM

সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৬৫ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৪৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১০৩ কোটি ১২ লাখ টাকা কম।

এ বাজারে মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩৬টির। ১৮টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- জাহিন টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা, প্রাইম ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, এএফসি অ্যাগ্রো, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এসইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল।

সিএসইতে এদিন ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ২৮৬ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম।