লেনদেন বেড়েছে দুই বাজারেই

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 10:35 AM
Updated : 19 April 2015, 10:35 AM

রোববার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১১ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৮৬ লাখ টাকা বেশি।

লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১১৫টির। ২৫টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিন শেষে ডিএসইএক্স দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, কেপিসিএল, শাশা ডেনিমস, এমজেএল বিডি, ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বারাকাহ পাওয়ার।

সিএসইতে এদিন ৪৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৫১ পয়েন্ট।

লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।