দুই বাজারেই বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 11:43 AM
Updated : 15 April 2015, 11:43 AM

বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট।

এ সপ্তাহের আগের দুই কার্যদিবসে সূচক কমে ডিএসইতে, আগের সপ্তাহে ৪ কার্যদিবসেই সূচক কমেছিল দুই পুঁজিবাজারে।

বুধবার ডিএসইতে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ৫৫ লাখ টাকা বেশি।

ডিএসইতে এদিন মোট ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৩৭টির। ১৫টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনা, এমজেএল বিডি, ওয়েষ্টার্ন মেরিন, এসিআই লি, ইফাদ অটোস, গ্রামীণফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস ও লাফার্জ সুরমা সিমেন্ট।

সিএসইতে এদিন ৩৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ লাখ টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৮২ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।