চলতি বছর বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি কমবে: ডব্লিউটিও

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথ গতির কারণে চলতি বছর ও আগামী বছরে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি আগের প্রক্ষেপণের চেয়ে কম হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2015, 04:06 PM
Updated : 15 April 2015, 06:31 PM

মঙ্গলবার প্রকাশিত ডব্লিউটিওর পূর্বাভাস অনুযায়ী, বিশ্ব পণ্য বাণিজ্য ২০১৫ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং পরের বছর ৪ শতাংশ হারে বাড়বে।

ডব্লিউটিও মহাপরিচালক রবার্তো আজেভেদো বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও নাজুক হওয়ায় এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় বাণিজ্যের ঘুরে দাঁড়ানোর চলমান প্রবণতা সহজেই উল্টো দিকে মোড নিতে পারে।

” আইএমএফসহ বিভিন্ন সংস্থার তৈরি অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণের উপর ভিত্তি করে ডব্লিউটিও নিজের পূর্বাভাস তৈরি করে। মঙ্গলবারই আইএমএফের হালনাগাদ পূর্বাভাস প্রকাশিত হওয়ার কথা।

ডব্লিউটিওর প্রধান অর্থনীতিবিদ রবার্ট কুপ ম্যান বলেন, আইএমএফের প্রবৃদ্ধির পূর্বাভাসও ‘একই ধরনের হবে’ এবং তা ডব্লিউটিওর পূর্বাভাসে কোনো প্রভাব ফেলবে না।