লেনদেন বেড়েছে পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2015, 01:55 PM
Updated : 13 April 2015, 02:20 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২২ কোটি ৬২ লাখ টাকা বেশি।

তবে ডিএসইতে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট।

আগের দিন দুই বাজারেই সূচকে ছিল নিম্নগতি।

ডিএসইতে এদিন মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৪১টির। ৪০টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার জেনা, এমজেএল বিডি, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, এসিআই লি., স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, গ্রামীণফোন, ওয়েষ্টার্ন মেরিন ও শাশা ডেনিমস ।

সিএসইতে এদিন ৩৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ২০৯ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।