এফবিসিসিআই নির্বাচনে এবার ভোটার ২২০৮

আগামী ২৩ মে অনুষ্ঠেয় নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2015, 01:09 PM
Updated : 9 April 2015, 01:09 PM

২০১৫-১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ২ হাজার ২০৮ জন ব্যবসায়ী ভোট দেবেন বলে বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা যায়।

৭৮টি ব্যবসায়ী চেম্বার ও ৩৫৭টি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসেবে এসব ভোটার নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করবেন।

চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, চেম্বার গ্রুপ থেকে মোট ভোটার ৪৩৪ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার ১ হাজার ৭৭৪ জন।

এফবিসিসিআইয়ের সদস্যদের মধ্যে ৬০টি ‘এ’ ক্যাটাগরির ও ১৮টি ‘বি’ ক্যাটাগরির চেম্বার এবং ‘এ’ ক্যাটাগরির ৩৫০টি ও ‘বি’ ক্যাটাগরির ৮টি এসোসিয়েশন রয়েছে।

চলতি মেয়াদে মোট ভোটার ছিল ২ হাজার ১৭০ জন। সেই অনুযায়ী আগামী মেয়াদের নির্বাচনে ভোটার বেড়ছে ৩৮ জন।

পঞ্চগড় চেম্বারের প্রস্তাবিত প্রতিনিধিরা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। চেম্বারটির পরিচালনা পর্ষদের সদস্যদের বৈধতা নিয়ে মামলা থাকায় তাদের ভোটার করা সম্ভব হয়নি বলে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের একজন সদস্য জানিয়েছেন।