সূচক পতনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

আগের দিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে ফের সূচক কমেছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2015, 10:40 AM
Updated : 9 April 2015, 10:40 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৫১ পয়েন্ট কমেছে।

সারা দিনে ডিএসইতে  ৩৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা বা ১ শতাংশ কম। বুধবার এ বাজারে ৩৭১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৮টির; অপরিবর্তিত ছিল ২১টির দাম।

দিন শেষে ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৬ পয়েন্ট হয়েছে। সারা সপ্তাহে ডিএসইতে সূচক কমেছে ১২৬ পয়েন্ট।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পঁচ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, মবিল যমুনা ও ইফাদ অটোস।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই এদিন  ৫১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৮ পয়েন্ট হয়েছে। পুরে সপ্তাহে সূচক কমেছে ৩৬৯ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।  

লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৬টির এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল।

বুধবার দুই বাজারে সূচক কিছুটা বাড়লেও তার আগে টানা পঁচ দিনই সূচকপতন ঘটে।