শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের ‘ওটেক’

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের জন্য চালু করেছে ‘অনলাইন টিচিং এক্সিলেন্স সেন্টার’ বা ওটেক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 06:34 PM
Updated : 1 April 2015, 06:34 PM

বুধবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার উপকরণ এবং শিক্ষকদের উপস্থাপন করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

শিক্ষার্থীদের সুযোগের স্বল্পতার কথা চিন্তা করে গ্রামীণফোন শিক্ষার্থীদের জন্য এই ওটেক চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে এইচএসসি শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের ইউটিউব পেজে আপলোড করা হয়েছে চারটি পরামর্শ ভিত্তিক ভিডিও।

ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ চারটি বিষয় ইংরেজি, রসায়ন, অংক এবং হিসাব বিজ্ঞানের প্রতিটির দুটি পত্রের বিভিন্ন উল্লেখযোগ্য অংশ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষক।

পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে করণীয় নানা দিক নিয়েও আলোচনা করা হয়েছে।

বর্তমানে আপলোড করা এইচএসসি শিক্ষার্থীদের জন্য ইংরেজি, রসায়ন, অঙ্ক এবং হিসাব বিজ্ঞানের পাঠগুলো দেখার সুযোগ পাওয়া যাবে-