রংপুরে মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধে রবি

রংপুর বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধের সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 05:12 PM
Updated : 31 March 2015, 05:12 PM

রংপুর পর্যটন মোটেলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি। 

চলতি বছরের মার্চের বিদ্যুৎ বিল সংগ্রহের মাধ্যমে ইতোমধ্যে এ অঞ্চলে সেবাটি চালু হয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয়টি এলাকার মধ্যে এখন রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে চলছে সেবাটির কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রংপুরের এডিসি (জেনারেল) মাহবুব-উল-করিম এবং প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন রবির কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর।

রবি মোবাইল বিল পে সার্ভিসের মাধ্যমে একজন গ্রাহক কি করে তার মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন এ সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন রবির ডিজিটাল সার্ভিসের হেড অব বিজনেস অপারেশনস শাহ জালাল উদ্দিন।

রবি গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া গ্রাহকরা  রবি ক্যাশ পয়েন্ট থেকে  পিডিবির  মাসিক বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সাথে রবির মোবাইল পেমেন্ট পদ্ধতির সমন্বয় করা হবে। সময়ের সাথে তাল মিলিয়ে এ ব্যাবস্থাপনার উন্নয়ন করবে রবি।

মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে মাসিক বকেয়ার তথ্য পাবেন। বিল প্রদানের সর্বশেষ তারিখ মনে করিয়ে দিতে নির্দিষ্ট তারিখের আগে রবি একটি আগাম বার্তা সহকারে এসএমএস পাঠাবে।