আরও গ্রাহক হারিয়েছে সিটিসেল-এয়ারটেল  

মোবাইল ফোন অপারেটর সিটিসেল ও এয়ারটেলের গ্রাহক সংখ্যা আরও কমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 02:30 PM
Updated : 31 March 2015, 02:30 PM

গত এক বছরে এয়ারটেল ৪ লাখ ১৮ হাজার এবং সিটিসেল ১ লাখ ৩৫ হাজার গ্রাহক হারিয়েছে।

একই সময়ে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক বেড়েছে ৭ লাখ ১০ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার গত ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক সংখ্যার তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বাংলাদেশে কার্যরত ৬টি মোবাইল ফোন অপারেটরদের গ্রাহক সংখ্যা বিশ্লেষণ করে এ তথ্য উঠে আসে।

গত ফেব্রুয়ারি মাস শেষ নাগাদ দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার, গত বছর (২০১৪ সাল) একই সময়ে (ফেব্রুয়ারি মাসে) এ সংখ্যা ছিল ১১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।

গত বছরের এই সময়ের তুলনায় ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা বেড়েছে ৬৬ লাখ ৭৫ হাজার। ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭২ লাখ ৯০ হাজার ৪০৮ জন।

বিটিআরসির হিসাবে অপারেটরদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের (জিপি) ৩৩ লাখ ৮৬ হাজার। বাংলালিংকের গ্রাহক বেড়েছে ২৪ লাখ ৬৪ হাজার, রবির ৬ লাখ ৬৯ হাজার।  

তবে এয়ারটেল ও সিটিসেলের গ্রাহক ক্রমাগত কমছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৮৩ লাখ ৬২ হাজার, চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ লাখ ৪৪ হাজার।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সিটিসেলের গ্রাহক সংখ্যা ছিল ১৩ লাখ ৯৮ হাজার, যা চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ আরও কমে হয়েছে ১২ লাখ ৬৩ হাজার।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে টেলিটকের গ্রাহক ছিল ৩২ লাখ ১২ হাজার, চলতি বছরে ফেব্রুয়ারি নাগাদ তা হয়েছে ৩৯ লাখ ২২ হাজার।

চলতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ১৫ লাখ ৯৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ১৫ লাখ ১৫ হাজার, রবির ২ কোটি ৬৪ লাখ ১৪ হাজার।

গত ফেব্রুয়ারি মাসে ইন্টারনেট গ্রাহক ছিল ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। ২০১৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ কোটি ৬১ লাখ ২৮ হাজার ৫৯২ টাকা।

এক বছরে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭৩ লাখ ৫৫ হাজার ৫১০। মোবাইল ইন্টারনেট গ্রাহক এক বছর আগে ৩ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৪৯০ থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার।