পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

গত কয়েকদিনের ধারার বিপরীতে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সপ্তাহের তৃতীয় দিন বেড়েছে সূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 11:19 AM
Updated : 31 March 2015, 11:19 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ৬৩ শতাংশ।

ডিএসইতে ৪৫২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১৩৭ কোটি ৭৮ লাখ টাকা বেশি। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩১৪ কোটি টাকা।

লেনদেনে হয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৭টির। আর দর বদলায়নি ৪৩টির।

ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৮ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বিএটিবিসি।

মঙ্গলবার সিএসইতে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার হয়েছিল ২৭ কোটি টাকা।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৩টির  এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।