রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব মনজুর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেনকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 02:33 PM
Updated : 30 March 2015, 03:21 PM

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ নিয়োগ কার্যকর হবে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, রূপালী ব্যাংকের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন- এর ১১৭ ধারা এবং ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৩  সংশোধিত) এর বিধান অনুযায়ী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেনকে রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি আমাকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু এখনও কোনো চিঠি পাইনি।”

মাসখানেক আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর নিয়েছেন তিনি।

এর আগে তিনি রাষ্ট্রপতির কার‌্যালয়, স্বরাষ্ট্র, পরিকল্পনা এবং কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।