শুক্র ও শনিবার ব্যাংক খোলা

তিন সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সরকারি ছুটির দিন আগামী শুক্র ও শনিবার ঢাকা ও চট্টগ্রামে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 12:30 PM
Updated : 24 March 2015, 12:36 PM

নির্বাচন কমিশনের অনুরোধে মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলার পাঠিয়ে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে-অর্ডার অথবা কোনো তফসিলি ব্যাংকের রশিদ সংগহের সুবিধার্থে পর‌্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা আগামী ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) খোলার রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।

আগামী ২৮ এপ্রিল এই তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।