ওষুধ শিল্প সমিতির নেতৃত্বে নাজমুল-শফিউজ্জামান

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি পদে নাজমুল হাসান এবং এস এম শফিউজ্জামান মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 04:46 PM
Updated : 23 March 2015, 04:50 PM

সোমবার রাজধানীর একটি হোটেলে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় ২০১৫-২০১৭ সালের জন্য তাদের নির্বাচিত করা হয়।

নাজমুল হাসান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফার্মাটেক কেমিক্যাল লিমিটেডের উপদেষ্টা।

এছাড়া হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান।

সভায় গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ উর্ধ্বতন সহ-সভাপতি এবং রেনেটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ এস কায়সার কবীর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক হালিমুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কার্যনির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন, ইনসেপটা ভেকসিন লিমিটেডের পরিচালক হাসনিন মুকতাদির, এসিআই লিমিটেডের সিওও মহিবুজ জামান, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম, ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ জাকির হোসেন, বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আনোয়ারুল আজিম, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান।

এছাড়া নুভিস্তা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী, নিপ্রো-জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, অ্যাসেনসিয়াল ড্রাগস কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এহসানুল কবীর, ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন।

একই কমিটির অপর সদস্যরা হলেন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: হায়দার হোসেন, এমিকো ল্যাবরেটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল ইসলাম, এড্রুক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ উদ্দিন খান এবং ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিতা মিল্লাত।