ব্যবসায়ী সংগঠন সদস্যদের রিটার্ন দাখিলের তাগিদ

দেশের সব চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সদস্যদের ই-টিআইএন করা এবং আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 04:41 PM
Updated : 4 March 2015, 04:41 PM

বুধবার সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের ৭৫(১এ) (ডি) ধারার বিধান অনুযায়ী দেশের প্রত্যেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং যে কোন ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্যদের ই-টিআইএন থাকা এবং যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল করা অপরিহার্য।

তবে বিভিন্ন ক্ষেত্রেই অনেক চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের তা নেই এবং অনেকে আয়কর রিটার্ন দাখিল করছেন না বলে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে এফবিসিসিআইর সদস্যভুক্ত ৩৫১টি ট্রেড অ্যাসোসিয়েশন এবং চেম্বারের সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়েছে।