ঢাকা কলেজের ওয়েবসাইট তৈরিতে রবি

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ওয়েবসাইট তৈরি ও ডিজটাল শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ে সহযোগিতা করবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 03:46 PM
Updated : 2 March 2015, 03:47 PM

কলেজ মিলনায়তনে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজা আলম ও রবি’র  চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা রবি’র কর্পোরেট প্রি-পেইড সংযোগ, ডাটা প্যাকেজ ও বিভিন্ন কর্পোরেট সল্যুশন বা ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেট ডেভেলপমেন্ট) এইচ এম তরিকুল কামরুল, ঢাকা কলেজের আইসিটি বিভাগের পরিচালক আইকে সেলিম উল্লাহ খন্দকারসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডেকোমার একটি যৌথ কোম্পানি। বর্তমানে এর গ্রাহক সংখ্যা আড়াই কোটির বেশি।