চট্টগ্রামে বাণিজ্য মেলা মঙ্গলবার শুরু

হরতাল-অবরোধের মধ্যেই চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 12:35 PM
Updated : 2 March 2015, 12:35 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বাণিজ্য মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মেলা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম।

তিনি বলেন, সাড়ে চার হাজার বর্গফুট জায়গা নিয়ে একাদশ বারের মতো মেলায় অংশীদার দেশ হিসেবে থাকছে থাইল্যান্ড।

এছাড়া ভারত, তুরস্ক, ইরান ও পাকিস্তানও তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

নুরুন নেওয়াজ সেলিম জানান, এবারের মেলা হবে চার লাখ বর্গফুটের পরিসরে, যার মধ্যে ৩৮টি বড়-ছোট প্যাভেলিয়ান, ২৩৯টি স্টল মিলিয়ে চারশরও বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

এসএমই খাতের বিকাশের জন্য মেলার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি দেশীয় রপ্তানিমুখী কিছু বৃহৎ শিল্প, মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং বিদেশি পণ্যের সমন্বয়ে মেলা সাজানো হচ্ছে।

এছাড়া রেডক্রিসেন্ট, সন্ধানী, বোবা-বধিরদের জন্য একটি করে স্টলও মেলায় থাকবে।

প্রতিদিন সকাল দশটা থেকে রাত ১০টা পর্যন্ত যে কোনো দর্শনার্থী ১০ টাকা দর্শনীর বিনিময়ে মেলায় প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় আগতদের নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধার্থে  স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি অস্থায়ী শাখা এবং বিকাশের এটিএম বুথ খোলা হবে।

মেলা চলাকালীন সময়ে পুরো প্রাঙ্গণ ওয়াই-ফাই জোনের সুবিধায় থাকবে বলেও জানানো হয়। 

‘৭৫ লাখ দর্শনার্থীর আশা’

হরতাল-অবরোধের পরেও মেলায় বিপুল পরিমাণ দর্শনার্থী হবে বলে আশা করছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের বাণিজ্য মেলায় ৫০ লাখ দর্শনার্থী মেলা পরিদর্শন করেছেন।

সাম্প্রতিক সময়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের কারণে মেলার নিরাপত্তা বিঘ্নিত হবে কি না এমন প্রশ্নের জবাবে চেম্বার সভাপতি বলেন, মাঝে মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম শহর স্বাভাবিক আছে।

চট্টগ্রামের পরিস্থিতি বিচেনায় কোনো সমস্যা হবে না আশা ব্যক্ত করে চেম্বার সভাপতি বলেন, এবারে ৭৫ লাখ দর্শনার্থী হতে পারে।

অবরোধ-হরতালের পরেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্যবসায়ীরা মেলা পরিদর্শনে আসবেন বলেও জানান তিনি।

মেলায় সরকারি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদারে বেসরকারি সিকিউরিটি সদস্যরাও নিয়োজিত থাকবেন।

এছাড়া মেলা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সংসদ সদস্য এম এ লতিফ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।