আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 02:08 PM
Updated : 22 Feb 2015, 02:08 PM

রোববার দুপুর থেকে ইউরিয়া সার উৎপাদনকারী এ প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ হয়ে যায়।

সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন জানান, কারখানার অ্যামোনিয়া প্লান্টের প্রাইমারি রিফরমার টিউব লিকেজ হয়ে বেলা ২টা থেকে হঠাৎ করে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর থেকে কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি মেরামতের চেষ্টা করছেন। তবে কারখানা চালু হতে ৫/৬ দিন সময় লাগবে বলে তিনি জানান।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল কবিরসহ একাধিক কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এর আগে একই সমস্যার কারণে গত দুই মাসে আশুগঞ্জ সার কারখানায় পাঁচ বার উৎপাদন ব্যাহত হয়।