আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার সার উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 09:49 AM
Updated : 31 Jan 2015, 09:49 AM

কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে ছিদ্র হওয়ায় শনিবার সকাল থেকে সার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে করে প্রতিদিন প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সমস্যায় গত এক মাসে এ নিয়ে তিনবার কারখানাটির সার উৎপাদন বন্ধ হয়েছে।"

কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তবে মেরামতে কত সময় লাগবে বা আবার কবে সার উৎপাদন শুরু করা যাবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।