পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সপ্তাহের শেষ দিনেও বাংলাদেশের দুই পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 10:35 AM
Updated : 29 Jan 2015, 10:36 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২০৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬৫ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৭৩৬ পয়েন্ট। লেনদেন কমেছে ১ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৮ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৭৫টির দাম বেড়েছে; কমেছে ২০২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি কোম্পানির শেয়ারের দাম।