হাজার টাকায় হ্যান্ডসেট দেবে ‘গোল্ডবার্গ’

বাজারের চাহিদা বিবেচনায় সুলভ মূল্যের মোবাইল হ্যান্ডসেট বাজারে এনেছে কোম্পানি গোল্ডবার্গ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:56 PM
Updated : 28 Jan 2015, 03:56 PM

আগামী এপ্রিলে গ্রহকরা মাত্র নয়শ’ পঞ্চাশ টাকায় ফিচার ফোন কিনতে পারবেন বলে বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

গোল্ডবার্গের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান সংবাদ সম্মেলনে বলেন, দেশীয় বাজারের চাহিদার কথা বিবেচনা করে প্রথম পর্যায়ে চার ধরনের ফিচার ফোন এবং তিন ধরনের স্মার্টফোন বাজারে ছাড়া হবে। বছরের শেষ দিকে ল্যাপটপ ও আইপ্যাডও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে চীন থেকে সেগুলো সরাসরি আমদানি করা হবে। সর্বনিম্ন ৯৫০টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকায় পাওয়া যাবে এসব মোবাইল হ্যান্ডসেট।

সংবাদ সম্মেলনে খানসন্স গ্রুপের চেয়ারম্যান আজিজুর রহমান খানসহ কোম্পানির শীর্ষকর্মকর্তারা উপস্থিত ছিলেন।