নিবন্ধনের অনুমোদন পেল মেরিডিয়ান ফাইন্যান্স

মেরিডিয়ান ফাইন্যান্স নামের একটি ভেঞ্চার ক্যাপিটালের কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:37 PM
Updated : 27 Jan 2015, 05:37 PM

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী।

এস কে সুর চৌধুরী বলেন, “আজকের (মঙ্গলবারের) সভায় বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে দুটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রস্তাবও ছিল। পর্ষদ সব কিছু বিবেচনা করে একটি প্রতিষ্ঠানের নিবন্ধের অনুমোদন দিয়েছে।”

তিনি বলেন, মেরিডিয়ান ফাইন্যান্সের কয়েকজন পরিচালক বিভিন্ন ব্যাংকের পরিচালকও। তাদের জানাতে বলা হয়েছে- তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। সেটি স্পষ্ট করলে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।

এজন্য প্রতিষ্ঠানটিকে ছয় মাস সময় দেওয়া হয়েছে বলেও জানান সুর।

দেশে বর্তমানে ৩১টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে নতুন কোন আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।