বাণিজ্য মেলা বাড়ল ১০ দিন

অবরোধে দর্শনার্থী ‘কম হওয়ায়’ ব্যবসায়ীদের অনুরোধে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 07:19 AM
Updated : 25 Jan 2015, 12:14 PM

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) শীর্ষ কর্মকর্তারা রোববার বৈঠক করে এ সিদ্ধান্ত নেন বলে ইপিবির উপ পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইবিপির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোসসহ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারো ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। উদ্বোধনের চার দিনের মাথায় বিএনপি জোটের লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হওয়ায় প্রত্যাশিত মাত্রায় দর্শনার্থী হয়নি বলে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও আয়োজকরা জানান।

মেলার প্রবেশ পথের ইজারাদার মীর শহিদুল আলম বলেন, “স্টল মালিকরা আবেদন করায় কর্তৃপক্ষ মেলার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি জানান, ২৫ দিন পেরিয়ে গেলেও দর্শনার্থী ‘কম হওয়ায়’ অন্যবারের মতো মেলা এবার ‘জমে উঠতে’ পারেনি।

“অধিকাংশ দিন ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থী এসেছে। কেবল গত শুক্রবার ছুটির দিনে এক লাখ ৩০ হাজার দর্শনার্থী টিকিট কিনে মেলায় প্রবেশ করেছেন।”

এ বছর বিংশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশসহ ১৪টি দেশের ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে রয়েছে ৫১৬টি স্টল ও প্যাভেলিয়ন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলায় প্রবেশ করতে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা দিয়ে টিকেট কিনতে হয়।