২৫ লাখ দোকান মালিক ‘দেউলিয়া’

চলমান রাজনৈতিক অস্থিরতায় ২৫ লাখ দোকান মালিক ‘দেউলিয়া’ হয়ে পড়েছেন বলে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2015, 11:59 AM
Updated : 25 Jan 2015, 07:10 AM

বাংলাদেশ দোকান মালিক সমিতি শনিবার এক সংবাদ সম্মেলনে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিরোধী জোটের ডাকে টানা অবরোধের মধ্যে বাণিজ্যিক ক্ষতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এর মধ্যে নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু আর্কেডে সংবাদ সম্মেলন করেন দোকান মালিকরা।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারাদেশের ২৫ লাখ দোকান মালিকদের প্রতিদিন গড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে।

“দোকান খোলা থাকলেও ক্রেতার সমাগম হচ্ছে না। দৈনিক খরচ মেটাতে গিয়ে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে, আবার অনেকে হওয়ার পথে।”

অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে দোকান মালিকদের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই বৃহৎ জনগোষ্ঠির ক্ষতি করে রাজনীতিবিদরা কী আনন্দ পাচ্ছেন? কার স্বার্থ রক্ষা করছেন?

“মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। অবরোধ প্রত্যাহার করে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিতে হবে।”

সংবাদ সম্মেলনে ছিলেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরন, মহাসচিব শাহ আলম, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান, সাধারন সম্পাদক কামাল হোসেন।

পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন, অনশনের মতো কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রধানের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থা তুলে ধরবেন বলে দোকান মালিকরা জানিয়েছেন।