শ্রমিক কল্যাণে লভ্যাংশ দিল হোলসিম ও ডাবর

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের টাকা পরিশোধ করেছে হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এশিয়ান কনজ্যুমার্স কেয়ার প্রাইভেট লিমিটেড (ডাবর)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 02:14 PM
Updated : 21 Jan 2015, 02:14 PM

এর মধ্যে হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেড জমা দিয়েছে ৬৩ লাখ ৯৬ হাজার ৭২ টাকা। আর এশিয়ান কনজ্যুমার্স কেয়ার দিয়েছে ১৭ লাখ ৩২ টাকার চেক।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে লভ্যাংশের চেক জমা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুগ্মসচিব ফয়জুর রহমান, হোলসিম সিমেন্টের সিনিয়র জয়েন্ট ম্যানেজার আলমগীর ইসলাম ও ডাবরের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় কৈলাস মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় কোম্পানি ডাবর বাংলাদেশে এসিআইয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করে।

শ্রম আইন অনুযায়ী, প্রতিটি কোম্পানির মোট লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।